Saturday, January 30, 2016

নয় নয় নয়


কান্না নয় হাসি নয় চলা নয় কাঁপা নয় ভবিষ্যত নয় অতীত নয় বর্তমান নয়

দরকার নয় কামনা নয়  নিষ্কৃতি নয় মুক্তি নয় উত্তর নয়

আমি নয়

নিষ্পন্দ নিষ্কম্প প্রাণহীন স্থির

নিশব্দ

ভালো নয় খারাপ নয়

ভুল নয় ঠিক নয়

বড় নয় ছোট নয়

সত্যি নয় মিথ্যা নয়

দেখা নয় অদেখা  নয়

সম্ভব নয় অসম্ভব নয়

সম্মান নয় অসম্মান নয়

দুঃখ্য নয় সুখ নয়

জীবন নয় মৃত্যু নয়

অদৃষ্ট নয় দৃষ্ট নয়

সপ্ন নয় নিদ্রা নয় জাগরণ নয় কল্পনা নয় মোক্ষ্য নয়

কিছু নয় কেও নয়

নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় নয় 

No comments:

Post a Comment