Sunday, January 3, 2016

এক মাত্র

জানি
সব আমি
আমার বাইরে
কেও নেই কিছু নেই
এমন কি
শুন্য বলে ও কিছু নেই
সব
সবাই জানে
কাওকে জানাবার উপায় নেই
যে আমি জানি
সবাই আমার ভিতরে
আর
আমি নেই
এই ধর্ম
আমার
একা এবং এক মাত্র 

No comments:

Post a Comment