Sunday, November 8, 2015

এক বিন্দুতে বন্দী

দিন দিয়ে হিসেব হয়না

এখনে বন্দী

শরীরে ব্যথা

এখনের পাঁকে পুরো ডোবা

কল্পনার জীবন

যা ভাবায় ভাবি
যা দেখায় দেখি
যা করায় করি

এক বিন্দুতে বন্দী

সব আমি
আমি নেই
যখন মনে করায় মনে করি
যখন ভোলায় ভুলি
যখন বাজায় বাজি

সাপুরের ঝাপায় বন্দী
বাজায় বাঁশি দোলায় আমায়

কেও নেই কিছু নেই
শুধু ই এখন
স্বাধীনতাহীন জীবন 

No comments:

Post a Comment