বুরনের কবিতা
বহু তো পথ পেরিয়ে এলাম -- পঞ্চাশ ছুই ছুই
তবুও তো তোমরা আমায় মানুষ মানলে কই
কত পাখি করছে কেবল আকাশ পারাবার
সময় কোথায় আছে ওদের ডানা জিরোবার
প্রচুর জীবন ধংস হলেও চিনলে না আমায়
প্রশ্ন গুলো কেমন কেবল প্রশ্ন ই থেকে যায়
উত্তর? সে উত্তর তো কারোরি নেই জানা
তাই তো বোধহয়, এসব কিছু প্রশ্ন করাই মানা
পাহাড় প্রমান দেনা মাথায়, মানুষ বাচতে তবু চায়
বহু যুগের শেকল পরা ক্রিত দাসের ন্যায়
দিশাহীন এ ছোটা সে কোন অলীক মায়ার খোজে
আপনা বোঝ তো বা পাগল ও বুঝি বোঝে
অন্ধ মানুষ গুলো, সপ্ন, কেবল সপ্ন বুঝি বা খোজে
নিজের ভালো কটা মানুষ আজ বুঝি বা বোঝে
প্রশ্ন গুলো কেমন কেবল প্রশ্ন ই থেকে যায়
উত্তর? সে উত্তর তো কারোরি নেই জানা
তাই তো বোধহয়, এসব কিছু প্রশ্ন করাই মানা
কত হাজার বছর পরে, মানুষ মুক্তি পাবে
কত আধার রাতের পরে নতুন সূর্য উদয় হবে,
কত মানুষ বুড়িয়ে গেল তোমার কথা ভেবে
কবে তুমি গরিব কে এই চরণ ধুলা দেবে
বুড়ো পাগল মুক্তি খোজে জড়িয়ে তোমার পা
ভালো বাসার সপ্ন টুকু ছিনিয়ে নিও না
বহু তো পথ পেরিয়ে এলাম -- পঞ্চাশ ছুই ছুই
তবুও তো তোমরা আমায় মানুষ মানলে কই
কত পাখি করছে কেবল আকাশ পারাবার
সময় কোথায় আছে ওদের ডানা জিরোবার
..
প্রশ্ন গুলো কেমন কেবল প্রশ্ন ই থেকে যায়
উত্তর? সে উত্তর তো কারোরি নেই জানা
তাই তো বোধহয়, এসব কিছু প্রশ্ন করাই মানা
No comments:
Post a Comment