সব আমার একার কল্পনা
সত্যি মিথ্যে জানিনা
কখনই জানবনা
সব আমি
আমি ছাড়া কেও নেই
ছিল না হবে না
যা ভাবি মিথ্যে
যা দেখি মিথ্যে
যা সুনি মিথ্যে
বলার কেও নেই
আমি নেই
সব আমার সব সময় ভুল
ঠিক হবা বা করা অসম্ভব
আমি নেই
আমি হবা অসম্ভব
আমার নিজের চোখে সব দেখা
সত্যি আমার মন গড়া মিথ্যে
সত্যি মিথ্যে জানিনা
কখনই জানবনা
সব আমি
আমি ছাড়া কেও নেই
ছিল না হবে না
যা ভাবি মিথ্যে
যা দেখি মিথ্যে
যা সুনি মিথ্যে
বলার কেও নেই
আমি নেই
সব আমার সব সময় ভুল
ঠিক হবা বা করা অসম্ভব
আমি নেই
আমি হবা অসম্ভব
আমার নিজের চোখে সব দেখা
সত্যি আমার মন গড়া মিথ্যে