Saturday, October 31, 2015

সব আমার সব সময় ভুল

সব আমার একার কল্পনা
সত্যি মিথ্যে জানিনা
কখনই জানবনা
সব আমি

আমি ছাড়া কেও নেই
ছিল না হবে না
যা ভাবি মিথ্যে
যা দেখি মিথ্যে
যা সুনি মিথ্যে
বলার কেও নেই

আমি নেই

সব আমার সব সময় ভুল
ঠিক হবা বা করা অসম্ভব

আমি নেই

আমি হবা অসম্ভব

আমার নিজের চোখে সব দেখা
সত্যি আমার মন গড়া মিথ্যে



Friday, October 30, 2015

আর আমার করার কিছু নেই

যাই ভাবিনা কেন ভাবনাটা যার
তার বড় ছোট সমান আগে বা পরে কেও নেই

Friday, October 23, 2015

ভিক্ষু নাকি পালি শব্দ

ভিক্ষু নাকি পালি শব্দ 

আমি তোমারই প্রতিবিম্ব 
আমার খালি বাটি এক টাকাতেই তুমি ভরাতে পারো 
কিন্ত তোমার বাটি কোটিতেও খালি 
আমার খালি বাটি দেখে যদিবা 
তোমার নিজের খালি বাটির কথা মনে পরে